প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৬:২৫ এ.এম
রাঙ্গুনিয়াতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে তিন মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। বুধবার (২৩ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এই দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। এদিন সকালে ও বিকেলে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান, রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং উত্তর ঘাটচেক জেলেপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আদালতকে সহায়তা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকার জয়ন্ত বিকাশ এর ছেলে অনিমেষ তঞ্চঙ্গ্যা, মরিয়মনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ইদ্রিস মিয়ার ছেলে মো. আজিজ, রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার আবদুল মালেক এর ছেলে পারভেজ, একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে মো. শওকত এবং পৌরসভার মুরাদনগর এলাকার আবদুল করিমের ছেলে মো. হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলাকালে অভিযুক্তদের মাদক সেবন ও বহনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদন্ড দেওয়া হয়।
ইউএনও মো. কামরুল হাসান বলেন, "গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের কাছ থেকে মাদক বিক্রেতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ভবিষ্যৎ অভিযানে সহায়ক হবে। জনস্বার্থে মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com