প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৬:৪২ এ.এম
বিজিবি’র যৌথ চেকপোষ্টের অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফ*তার

০৮ শ্রাবণ ১৪৩২ (২৩ জুলাই ২০২৫) বিজ্ঞপ্তি নং- ৯৮/২০২৫
বিষয়ঃ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ৭২,০০,০০০/- (বাহাত্তর লক্ষ) টাকা মূল্যের ২৪০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক প্রসংগে।
১। বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ জুলাই ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট কর্তৃক অভিযান পরিচালনা করে ২৪০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।
২। অদ্য ২৩ জুলাই ২০২৫ তারিখ ২০৪০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল কর্তৃক খুনিয়াপালং ব্রিজ হতে ০১টি ইজিবাইক আটক করা হয়। চালক নুরুল আবছার (২৫), পিতা- আব্দুল্লাহ, গ্রাম- দক্ষিণ ধেচুয়া পালং, ডাকঘর- রাবেতা, থানা- রামু, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে ইজিবাইক চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় *৭২,০০,০০০/- টাকা মূল্যের ২৪০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।*
বার্তা প্রেরক
লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ
অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com