প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৮:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৬:৪৯ এ.এম
চাকরি দিচ্ছে বাংলাদেশ পুলিশ, এসএসসিতে জিপিএ ২.৫ থাকলেই আবেদনের সুযোগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জেলাভিত্তিক জনবল নেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র দু’দিন। যারা এখনো আবেদন করেননি, শিগগিরই করুন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
পদবী: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদের সংখ্যা: জেলা ভিত্তিক শূন্য পদের ভিত্তিতে
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৭)
অন্যান্য সুবিধা: সরকারি বিধিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য
আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ (স্কেল ৫-এর মধ্যে)
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)
জাতীয়তা: বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে
বয়সসীমা: ১৮–২০ বছর (২৪ জুলাই ২০২৫ তারিখে প্রযোজ্য)।
বীর মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সন্তানদের ক্ষেত্রে সরকার নির্ধারিত কোটানীতি অনুসরণযোগ্য।
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থী:
সাধারণ প্রার্থী: ৫ ফুট ৬ ইঞ্চি
মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাধারী: ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ (সাধারণ): স্বাভাবিক ৩১ ইঞ্চি, প্রসারিত ৩৩ ইঞ্চি
বুকের মাপ (কোটাধারী): স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারিত ৩১ ইঞ্চি
নারী প্রার্থী:
সাধারণ প্রার্থী: ৫ ফুট ৪ ইঞ্চি
মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাধারী: ৫ ফুট ২ ইঞ্চি
শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী শর্ত প্রযোজ্য।
দৃষ্টিশক্তি: উভয় চোখে ৬/৬ হতে হবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুলাই, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com