প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৬:৫৩ এ.এম
ছাত্রশিবিরের দাবির মুখে রাকসুর তফসিল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের দাবির মুখে অবশেষে তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নির্বাচনী তফসিল আগামী ২৮ জুলাই সোমবার বিকেল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাকসু ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করছেন রাবি শাখা ছাত্রশিবির।
এসময় ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা ‘রাকসু নিয়ে টালবাহানা চলবে না চলবে না; ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’; অ্যাকশন টু অ্যাকশন; ‘ডাইরেক্ট অ্যাকশন’; ‘শিবিরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’; ‘দিতে হবে দিতে হবে, রাকসু দিতে হবে’; ‘চলছে জুলাই চলবে, ছাত্রশিবির লড়বে’; ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’; ‘দফা এক দাবি এক, রাকসু রোডম্যাপ’; ‘সাকিব-রায়হান-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’-সহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবস্থানের পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিল ঘোষণার তারিখ ঘোষণা করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com