প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৭:১২ এ.এম
লোহাগড়ায় তিন দিন নিখোঁজ তরুণী, মোবাইলও বন্ধ, থানায় অভিযোগ

নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামের এক তরুণী আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তরুণীর নাম সুমাইয়া খানম (২০)। তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ সুমাইয়ার বাবা মো. নজরুল শেখ জানান, গত ২১ জুলাই (সোমবার) দুপুর ১টার দিকে তার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে শালনগর ইউনিয়নের শামুকখোলা গ্রামে খালু সাঈদ খন্দকারের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে সুমাইয়া সেখানে পৌঁছাননি এবং তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।
ঘটনার তিনদিন পরও মেয়ের খোঁজ না পাওয়ায় গতকাল লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নজরুল শেখ।
সুমাইয়া খানমের ব্যবহৃত মোবাইল নম্বর ছিল ০১৯৯২৮৬৮৮৭৬। কেউ যদি তার সন্ধান পান, তাহলে ০১৯৩৪৯৯৮১৪৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।
এ বিষয়ে লোহাগড়া থানা সূত্রে জানা গেছে, নিখোঁজ তরুণী সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com