প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৯:২১ এ.এম
নান্দাইলে পরিবেশ দূষণ ও নদী দখল: লাখ টাকা জরিমানা, জব্দ ২৯টি ক্র্যাশিং মেশিন

ময়মনসিংহের নান্দাইলে পরিবেশ দূষণ ও নরসুন্দা নদী দখলের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক পাথর ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা এবং ২৯টি অবৈধ পাথর ভাঙার ক্র্যাশিং মেশিন জব্দ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার।
এ সময় নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, সঙ্গীয় ফোর্স ও যৌথবাহিনী উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও ইজারা ছাড়াই একটি প্রভাবশালী চক্র নরসুন্দা নদী দখল করে পাথর ব্যবসা পরিচালনা করে আসছিল। মহাসড়কের পাশে ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থানের আশেপাশে স্থাপন করা এসব পাথর ভাঙার মেশিনের বিকট শব্দে শব্দদূষণ চরমে পৌঁছায়। পাশাপাশি পাথর ভাঙার ফলে সৃষ্ট ধুলাবালিতে বাতাস মারাত্মকভাবে দূষিত হয়, যা যাত্রী, চালক ও স্থানীয়দের চোখে গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
অভিযানে তারেরঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চুকে পরিবেশ দূষণের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ২৯টি অবৈধ ক্র্যাশিং মেশিন জব্দ করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, কিছু লোকের কর্মসংস্থান হলেও অনুমোদন ছাড়া এ ধরনের ব্যবসা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, "পরিবেশের জন্য ক্ষতিকর ও অনুমোদনহীন কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। আজকের অভিযান তারই অংশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" তিনি আরও জানান, জব্দকৃত মেশিনগুলোর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com