প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৯:২৪ এ.এম
ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার কুঠি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কুঠি চন্দ্রখানা এলাকার মো. আশরাফ আলী (৫০) ও মো. শহিদুল ইসলাম (৪০)।
ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুর রহিম। অভিযানের সময় নিজ বাড়িতে মাদক বিক্রি করছিলেন তারা। এ সময় দেহ তল্লাশি করে মোট ৫০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি মো. বজলার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্ত করে দেখা হচ্ছে, তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না।
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার প্রতিটি থানায় নজরদারি জোরদার করা হয়েছে। কুড়িগ্রামকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com