প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৯:৪৮ এ.এম
আখাউড়ায় আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুলে শোক সভা অনুষ্ঠিত

গত ২১/০৭/২০২৫ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং যে সকল কর্মকর্তা আহত ও নিহত হয়েছে তাদের স্মরণে ধলেশ্বর গ্রামে আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুলে একটি শোক সভা অনুষ্ঠিত হয়। এক মিনিট নীরবতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় সভাপতিত্বকরেন তাছলিমা আক্তার (সিনিয়র শিক্ষক)। বক্তব্য রাখেন শিউলী আক্তার ( সহকারী প্রধান শিক্ষক) হাফছা আক্তার (শিক্ষক) , অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরীন আক্তার।
সভায় মর্মান্তিক ঘটনার গভীর শোক প্রকাশ, নিহতদের রুহের মাগফেরাত কামনা ও সকল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। আহতদের সুচিকিৎসা ও আশু আরোগ্য কামনা করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com