প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:০০ এ.এম
ভালুকায় বিয়ের ৬ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

ময়মনসিংহের ভালুকায় বিয়ের ছয়দিন পর এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিয়ের মাত্র ছয়দিন পর নাহিদা সুলতানা রূপা (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার এক্তারপুর গ্রামের রওশন আলী ভূঁইয়ার মেয়ে। রূপার স্বামী শাহ আলম স্থানীয় সারাবেলা ফুড ফেইয়ারের হোটেলে মেসিয়ারের কাজে নিয়োজিত ছিলেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জুলাই) রাতে, ভালুকা পৌরসভার ৭ নং ওয়ার্ডের টিএন্ডটি রোডে অবস্থিত রফিকুল ইসলামের বাসায়। জানা গেছে, ঘটনার দিন সকালে শাহ আলম কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। সারাদিন ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা সন্দেহ করেন এবং বাসার মালিককে রাতের বেলায় খবর জানান। পরে শাহ আলমকে মোবাইলে খবর দেওয়া হলে তিনি দ্রুত ফিরে আসেন এবং অন্য ঘরের ভেন্টিলেটর দিয়ে দেখতে পান তার স্ত্রী ফাঁসিতে ঝুলছেন।
পুলিশ খবর পেয়ে রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শাহ আলম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রূপা নিজের উড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নতুন দম্পতির মধ্যে কোনো ঝগড়ার খবর তারা পাননি।
এ ঘটনার প্রেক্ষিতে সমাজে আত্মহত্যার প্রবণতা এবং এর প্রতিকার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপ এবং সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিবারে সুস্থ যোগাযোগ এবং মানসিক সহায়তার প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com