প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:০৪ এ.এম
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি বঞ্চনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

সারা দেশের কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে, তার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১টায় বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। শিশুদের হাতে ছিল—‘বৃত্তি আমার অধিকার’, ‘শিশু অধিকার বঞ্চিত কেন?’, ‘আমরা চাই জবাব’—সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মো. রফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা জিল্লুর আলী মাস্টার এবং ৭ নং আমজনখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী, যিনি বক্তব্যে এই প্রজ্ঞাপনের কঠোর প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। কিন্তু সম্প্রতি জারি হওয়া নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে এবং শিশুদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল।
নববন্ধন শেষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সারা দেশের কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পুনরায় চালুর দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে ইউএনও শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস প্রদান করেন।
মানববন্ধনস্থলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রতিবাদের চেতনা লক্ষ্য করা যায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com