ঝিনাইদহে ব্যবসায়ী সুদীপ জোয়ার্দ্দারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট দিতে দীর্ঘসুত্রিতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সুদীপের সহপাঠি, বন্ধু ও স্বজনরা।
সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, সুদীপের রহস্যজনক মৃত্যুর ২০ দিন পার হলেও আজও তার মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। রিপোর্ট প্রকাশে বিলম্বের পেছনে প্রভাবশালীদের অর্থ লেনদেন ও চাপ রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
গত ৫ জুলাই রাতে শহরের কেপি বসু সড়কের নিজ বাড়ি থেকে সুদীপের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিলো। জমি ও সম্পত্তির জন্য তার সৎ মা, সৎ ভাই ও পিতা সুদীপকে পরিকল্পিত ভাবে হত্যা করে ঘটনা ধামাচাপা দিয়ে আত্মহত্যার নাটক সাজায় বলে সেই সময় থেকেই অভিযোগ করে আসছিলো বন্ধুসহ স্বজনরা।
সংবাদ সম্মেলন থেকে সুদীপের ময়নাতদন্তের রিপোর্ট দ্রæত প্রকাশ ও সুষ্ঠু তদন্তের দাবী জানানো হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com