প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:১০ এ.এম
বিভিন্ন দাবিতে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে (ডেইরি ফার্ম) মাস্টার রোলে চাকুরী করা শ্রমিকরা পরিচালকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। নতুন নীতিমালা বাতিল ও বৈষম্য দূরীকরণের দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভিতরে এই বিক্ষোভ কর্মসূচি চলে।
এ সময় তারা প্রথমে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক এর অফিস কক্ষ অবরুদ্ধ করে এবং ডেইরির ভিতরের প্রধান সড়ক ও শাখা সড়কে বিভিন্ন স্লোগান তুলে বিক্ষোভ মিছিল করে। মিছিলের একপর্যায়ে প্রতিষ্ঠানের প্রধান গেইট অবরুদ্ধ করে রাখে কিছুক্ষণ।
পরে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ মিছিলটি শেষ করে। তবে শ্রমিকরা বলেন, ২০১৮ সালের নীতিমালা ২০২৫
এ পরিবর্তন করায় আগের চেয়ে আর্থিক ও অন্যান্য সুবিধাদিতে ক্ষতিগ্রস্ত হবে তারা। তাই পূর্বের নীতিমালা বহাল রাখার দাবি করেন তারা। দাবি মেনে না নিলে পরবর্তীতে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারিও দেন তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com