প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:২১ এ.এম
বগুড়ায় ছুরি-চাকু সন্ত্রাস রুখতে মাঠে পুলিশ সুপার নিজ হাতে লিফলেট বিলি করলেন এসপি জেদান আল মূসা

তরুণদের মধ্যে ছুরি-চাকু সন্ত্রাস ও সহিংস প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মূসা। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় তিনি নিজ হাতে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন।
'সহিংসতায় বীরত্ব নেই, আছে আজীবন লজ্জা'—এই বার্তা সামনে রেখে পুলিশের প্রচারণায় বলা হয়, আপনার সন্তান বা পরিচিত তরুণ যেন কোনোভাবেই ছুরি বহন বা ব্যবহার না করে, তা নিশ্চিত করুন। ঝগড়া বা বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসার পরামর্শ দিয়ে লিফলেটে আরও বলা হয়, ‘ছুরি হামলা একটি ফৌজদারি অপরাধ, প্রচলিত আইনে এর শাস্তি অনিবার্য।’
এসপি জেদান আল মূসা বলেন, ‘সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যেমন দায়িত্বে রয়েছে, তেমনি পরিবার, শিক্ষক, অভিভাবকসহ প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে।’
তিনি জানান, ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটলে তা গোপন না রেখে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক জানাতে হবে। অপরাধীদের আশ্রয় বা সমর্থন করাও শাস্তিযোগ্য অপরাধ।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সদর থানার ওসি সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
বগুড়ার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও দোকানদারদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়। পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই জানান, সচেতনতামূলক এমন উদ্যোগ নিয়মিত হওয়া উচিত।
সাধারণ নাগরিকদের উদ্দেশে লিফলেটে বলা হয়, ‘অপরের জীবনে আঘাত মানেই নিজের জীবনও ধ্বংস। সহিংস ঘটনার খবর লুকাবেন না, বরং পুলিশের সহায়তা নিন।’
পুলিশ সূত্র জানায়, শহর ও আশপাশের এলাকায় কয়েকটি ছুরি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে, যা ধারাবাহিকভাবে চলবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com