সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি (বর্ডার আউটপোস্ট) কর্তৃক সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। ২৩ জুলাই ২০২৫ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন বড়ুইবাগান এলাকা থেকে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।
এছাড়াও, বিভিন্ন বিওপি থেকে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি এবং পাতার বিড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
সব মিলিয়ে সর্বমোট ৮,২৪,৬০০/- (আট লক্ষ চব্বিশ হাজার ছয়শত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করছিল। এই ধরনের চোরাচালানের কারণে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা রাখা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com