প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১১:২৯ এ.এম
আইনজীবী আলিফ হত্যা মামলাসহ ৫ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, "শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।"
চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বাধীন একদল আইনজীবী। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদালতে আগত বিচারপ্রার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। মামলায় বলা হয়, আসামিরা জাতীয় পতাকা অবমাননা করেছেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই মামলার পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিনই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর নিহত আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও পুলিশের ওপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com