প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১১:৩২ এ.এম
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার উপজেলা শাখার সভাপতি ও ডোমার ফুলকুড়ি একাডেমির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসনের সভাপতিত্বে
এ সময় বক্তব্য রাখেন ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মসলেহুদ্দীন শাহ, শিক্ষক মাহবুব আলম, এবি মডেল কিন্টারগার্ডেনের পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, প্রতিভা কিন্টারগার্ডেনের অধ্যক্ষ ভবেন্দ্রনাথ রায়, অনুশীলন প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, ফুলকুড়ি একাডেমির সহকারী শিক্ষিকা আজিজা শিরিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার উপজেলা শাখার সভাপতি ও মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্টার গার্ডেনের পরিচালক জাকিউল আলম শাকী সহ আরও অনেকে।
বক্তারা বলেন, কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। অথচ ২০০৯-২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি ও অগ্রগতির অনুপ্রেরণা। বন্ধুদের সঙ্গে পরীক্ষা দিতে না পারায় শিশুদের মধ্যে হতাশা ও বৈষম্যবোধ তৈরি হবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানসিক চাপের মুখে পড়বে, যার দায় সরকার এড়াতে পারে না।
মানববন্ধন শেষে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com