প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১২:৪৭ পি.এম
গোমস্তাপুরে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে মানবন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যর প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ,
গোমস্তাপুর উপজেলা শাখা ,কিন্ডারগার্টেন এসোসিয়েশন,প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই’ এই শ্লোগানে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের সভাপতিত্ব ও বক্তব্য রাখেন,
গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ জিন্নাউল আওয়াল , গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, আরো বক্তব্য রাখেন তরিকুল ইসলাম বকুল, পরিচালক, ভিশন স্কুল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ মইদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন,
রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ,
মু: দেলোয়ার হোসেন রনি, তোজাম্মেল হোসেন একাডমীর প্রধান শিক্ষক,সালেহ আহম্মেদ বাচ্চু
, মহালড্রীম আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক আব্দুর রব, গ্রীন ভিউ স্কুলের প্রধান শিক্ষক মোসা:শায়েলা পারভীন।
এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক কর্মচারী সহ মোট ২৮ টি স্কুলের ৫ম শ্রেণির প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন। সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের। ফলে যতদ্রুত সম্ভব এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানাই। একই বয়সী শিক্ষার্থীরা একই পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করলেও শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই ও মূল্যায়নের জন্য কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের আগামী মেধা পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার রাখার জোরালো দাবি জানাই। শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছ
মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গে স্মারক লিপি প্রদান করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com