ঠাকুরগাঁওয়ের হরিপুরে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মুল গেটের সামনে ঘন্টা ব্যাপি সময় ধরে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ ও মানববন্ধনে উপজেলার ১২টি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন হরিপুর উপজেলার কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক, রেইনবো কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজ, অন্যান্যদের মধ্যে মো. মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক, সোনামণি কিন্ডারগার্টেন কাঠালডাংঙ্গী, মো. আসমুল হক, প্রধান শিক্ষক, সোনার তরী মডেল স্কুল, কাঠালডাংঙ্গী, মো. দেলোয়ার হোসেন,প্রধান শিক্ষক, হরিপুর প্রি-ক্যাডেট স্কুলসহ অন্যান্যরা।
বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বিপুলসংখ্যক কোমলমতি শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষার অংশগ্রহনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদেরকে সুযোগে রাখা হয়েছে। পত্রটি বৈষম্যমুলক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী শিক্ষা অফিসার বরাবরে স্বারকলিপি প্রদান করেন কিন্ডারগার্টেন সোসাইটি ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com