“প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই” এই স্লোগানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মো. কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সভাপতি জালাল উদ্দিন ও মনোয়ারা বেগম, যুগ্ম সম্পাদক শুভ্র নন্দী, সাংগঠনিক সম্পাদক শুব্রত নন্দী প্রমুখ। এ মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস। এছাড়া শিক্ষক সুশান্ত কুমার রায়, এস এম এম আইনাল হক, গোবিন্দ কুন্ডু, মানিক পোদ্দারসহ সদর উপজেলার অন্তত ৪৩টি প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
বক্তারা বলেন, সরকার যখন সমান শিক্ষার সুযোগের কথা বলছেন, তখন কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা সম্পূর্ণ বৈষম্যমূলক। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই বয়স ও পাঠ্যসূচিতে শিক্ষাগ্রহণ করলেও শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, যা মেধা যাচাইয়ের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
তাঁরা দ্রুত এই বৈষম্য দূর করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com