প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৬:৪৩ এ.এম
চট্টগ্রাম এর সন্দ্বীপে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস উদযাপন

ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান ( দাদু) , বাংলাদেশ কতৃক আয়োজিত পানিতে ডুবে মৃত্যু ও পরিহার সচেতনতা বিষয়ে আলোচনা হয় আলোচনা সভা জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ শাখার অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়
দৈনিক আমার সংবাদ সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ জনকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মাস্টার এস এম আইয়ুব।
অনুষ্ঠানের মুল বক্তব্য : মোবাইল কলে বক্তব্য রাখেন ডিজিস্টার এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর প্রধান নির্বাহী ড. মো: ইদ্রিস আলম,
ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর কৌ- অডিনেটার মাস্টার এস এম আইয়ুব আলী,পানিতে ডুবে শিশু মৃত্যু পরিহারযোগ্য : প্রয়োজন সচেতনতা এবং পানি থেকে সুরক্ষা কৌশল
বাংলাদেশে প্রতি বছর ১৪,৪৩৮ জন ( প্রতিদিন ৪৩ জন) শিশু পানিতে ডুবে মারা যায় পানিতে শিশুর মৃত্যুর অধিকাংশ ঘটনা ঘটে সাধারণত সকাল ৮ টা থেকে দুপুর ১ টার মধ্যে ঘটে যখন তাদের বাবা মা কর্মব্যস্ত থাকে ৮০% মৃত্যুর ঘটনা ঘটে বসতবাড়ির ২০ মিটারের মধ্যে অবস্থিত পুকুর বা জলাশয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন
সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পি,
কবি সাহিত্যিক শামসুল আহসান খোকন, বাউরিয়া জি,কে একাডেমি সহ - প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস,সন্দ্বীপ প্রেসক্লাব এর সহ সভাপতি মহিউদ্দিন শাহাজাহান,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’র সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, সন্দ্বীপ প্রেসক্লাব এর আইন বিষয়ক সম্পাদক মাস্টার ইনসাফ, দৈনিক কর্ণফুলীর সন্দ্বীপ প্রতিনিধি মোবারক হোসেন,দৈনিক মানবকন্ঠের সন্দ্বীপ প্রতিনিধি মাহমুদুর রহমান, সাংবাদিক সাজিদ মোহন, সিপ্লাস টিভি সন্দ্বীপ প্রতিনিধি আসির ফয়সাল, দৈনিক দেশ প্রতিদিন সন্দ্বীপ প্রতিনিধি আমিনুল ইসলাম রিয়াদ।
বক্তরা বলেন সচেতনতা বৃদ্ধি র পাশাপাশি পুকুর বা জলাশয়ে শিশুদের প্রবেশ সিমিত করা, বেস্তনীযুক্ত খেলাঘর তৈরী করা শিশুদের দূত সময়ের মধ্যে সাঁতার শিখানো প্রয়োজন বিভিন্ন গ্রাম ও প্রান্তিক এলাকায় শিশু ও মায়েদের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারনা করতে বাড়াতে হবে। তাহলে আমরা শিশু মৃত্যু রোধ করতে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারব।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com