কুমিল্লার তিতাস উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামে ২৫ জুলাই, শুক্রবার সকাল ১০টায় 'অবসরপ্রাপ্ত চাকরিজীবী সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মসূচি।
অনুষ্ঠানে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে প্যানেলসহ সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। এর মধ্যে একটি স্থাপন করা হয় দড়িকান্দি উত্তর পূর্ব পাড়া ঐতিহ্যবাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায়, দ্বিতীয়টি দড়িকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এবং তৃতীয়টি পূর্বপাড়া সেতু সংলগ্ন স্থানে।
পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে এক হৃদয়ছোঁয়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী মোঃ বশির আহমেদের সঞ্চালনায় এবং সংস্থার সদস্য সচিব মোঃ ফারুক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটির আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন (সজীব)।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট পরিবেশবিদ এআইপি অধ্যাপক মতিন সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধুমপায়ি ফোরামের সভাপতি সাংবাদিক হানিফ খান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম স্বপন, কবি আল মামুন, মোঃ মিজানুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জামাল উদ্দিন ভূঁইয়া, ৬ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলী, সমাজসেবক দেলোয়ার হোসেন খান, মহিলা মেম্বার হাসিনা আক্তার, মোঃ সবুজ মিয়া, মোঃ সাইদুর রহমান, এইচ এম শরিফুল ইসলাম, আমিক বিন জামান ও নাজমুল হাসান।
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন দড়িকান্দি যুব ও সমাজকল্যাণ সংগঠনের সদস্যবৃন্দ—মোঃ জিহাদ আহমেদ, মাকসুদুল, রবিন, রুহুল আমিন, রাহুল, হোসাইন, তানভির, আজিম, ওমর ফারুক, শরিফ, রাব্বি, জয় ও এবাদুল।
সকলের সম্মিলিত অংশগ্রহণে এ আয়োজন একটি অনুপ্রেরণাদায়ক সামাজিক কর্মসূচিতে পরিণত হয়, যা ভবিষ্যতের সমাজ গঠনে একটি আশাজাগানিয়া বার্তা পৌঁছে দেয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com