প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৬:৪৯ এ.এম
বাউফলে বিনামূল্যে সিজার পরবর্তী প্রসূতি মায়েদের সংবর্ধনা ও সচেতনতামূলক কর্মশালা

শিশু ও মাতৃমৃত্যুর ঝুঁকি কমাতে নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে পটুয়াখালীর বাউফলে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা প্রসূতি মায়েদ সংবর্ধনা ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) কালাইয়া শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান। বিশেষ অতিথি হিসেবে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডা. ফাতেমা আক্তার যুথি, ঢাকা পিজি হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রেদোয়ান উল্লাহ রাকিব ও তার স্ত্রী ডা. উম্মেহানি সাওদা, এবং ডা. সামিউল আজিম রাহিম। এছাড়াও স্থানীয় ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক ও হাসপাতালের কর্মীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
ডা. মারওয়ান তার বক্তব্যে বলেন, "প্রসূতি মা ও নবজাতকের সুস্থতায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিনামূল্যে সিজারিয়ান সেবা প্রদান করে আমরা দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই।"
হাসপাতালের প্রতিষ্ঠাতা এএসএম ফিরোজ আলম জানান, গত মে ও জুন মাসে ১২ জন প্রসূতি মাকে বিনামূল্যে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য বাউফলের প্রতিটি মায়ের কাছে নিরাপদ প্রসবসেবা পৌঁছে দেওয়া। এ জন্য আমরা সামনে আরও ব্যাপকভাবে কাজ করব।"
অনুষ্ঠানে সিজারিয়ান অপারেশন করা মায়েদের সম্মাননা প্রদান করা হয় এবং নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত চিকিৎসকরা প্রসবপূর্ব ও পরবর্তী সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।
উল্লেখ্য, শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল বেসরকারি পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উন্নত প্রসূতি ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com