প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৭:১০ এ.এম
বিএনপির হিন্দু সমর্থকদের কালিয়াকৈরে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে বিএনপির হিন্দু সমর্থকরা আলোচনা সভা ও মিছিল করেছে। বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সমীর কুমার গুহ এর নেতৃত্বে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সিকদার চন্দন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আনন্দ মোহন রক্ষিত, হিন্দু সংগঠনের নেতা সহদেব পাল, বিএনপি নেতা মতিলাল সরকার, বিএনপি নেতা ব্রজেন সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বোয়ালী ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের বিএনপির সমর্থকরা সকল হিন্দু ঐক্যবদ্ধ হয়ে সমীর কুমার গুহ কে বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক করার দাবি জানান।
সমীর কুমার গুহ জানান,বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ নিয়ে দীর্ঘদিন আমি বোয়ালী ইউনিয়ন হিন্দুদের সাথে একএে কাজ করেছি। আজ তানভীর সিদ্দিকীর যোগ্য সন্তান ব্যারিষ্টার ড: ইসরাক আহমেদ সিদ্দিকীর পক্ষে কাজ করা ও ধানের শীর্ষে ভোট দেবার জন্য সকল হিন্দুদের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে মিছিল টি স্কুল প্রাঙ্গন থেকে
শুরু করে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বোয়ালী বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন বিএনপি নেতা এড, রিপন ,বিএনপি নেতা আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেত বাদল হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমজাদ হোসেন, বাদল মেম্বার সহ আরো অনেকে। গাজীপুর ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যরিষ্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ চৌধুরীকে বিএনপির মনোনয়ন দেবার দাবিও জানানো হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com