গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় নির্মিত চিলমারী হরিপুর তিস্তা সেতু। এই সেতুটি উদ্বোধনের অপেক্ষায় ২ জেলার লাখো মানুষ। কিন্তু বারবার উদ্বোধনের তারিখ ঠিক করে তা আবার পিছিয়ে যাচ্ছে। যার ফলে
কোনভাবেই ব্রিজ উদ্বোধনের তারিখ ঠিক রাখতে পারছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই জুনের শেষ সাপ্তাহ থেকে এযাবৎ পর্যন্ত পাঁচবার তারিখ নির্ধারণ হলেও ব্রিজ উদ্বোধন নিয়ে হতাশ এলাকার লোকজন।যদিও ২ আগস্ট এ সেতুটি উদ্বোধনের তারিখ ঠিক করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তা আর ২ আগষ্টে উদ্বোধন করা হচ্ছে না। সর্বশেষ ২৫ আগষ্ট নির্ধারণ করা হয়েছে। এবিষয়ে প্রকাশিত চিঠিতে স্বাক্ষরকারী উপসচিব মোহাম্মদ শামীম ব্যাপারী বলেন, সৌদি প্রতিনিধি উপস্থিতির বিষয়টি সুনিশ্চিত হয়ে পরবর্তী তারিখ ২৫ আগষ্ট নির্ধারণ করা হয়েছে।
এর আগে জুনের শেষ সপ্তাহ, ২৬ জুলাই, ২ আগষ্ট, ৯ আগষ্ট উদ্বোধনের জন্য চিঠি ইস্যু করে মন্ত্রনালয়। সর্বশেষ ২১ জুলাই ২৫ আগষ্ট উদ্বোধনের তারিখ নির্ধারণ করে চিঠি ইস্যু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
উল্লেখ্য : দেশের ৯ম বৃহত্তম ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় সেতু হলো এ-ই তিস্তা সেতু। এটি গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট এলাকার মানুষদের যাতায়াত সহজ ও দ্রুত করবে। ঢাকার সাথে দুরুত্ব কমিয়ে সময় ও অর্থ বাঁচাবে এই সেতু।উল্লেখ্য যে এই সেতুটি উদ্বোধন হলে কুড়িগ্রাম জেলার মানুষের সঙ্গে ঢাকার দূরত্ব কমবে প্রায় ১০০ কিলোমিটার।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com