প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৭:৩৪ এ.এম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সন্তানের শোকে বাবার আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সন্তানের মৃত্যুশোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন এক বাবা। শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজ শয়নকক্ষের পাশের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত ব্যক্তির নাম নুর হোসেন (৪৫)। তিনি উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত বাহু মোহাম্মদের ছেলে।
নুর হোসেনের স্ত্রী মনুয়ারা বেগম জানান, ‘শুক্রবার রাত ৮টার পর থেকে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২-৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর শয়নকক্ষের পাশের ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।’
নিহতের ছোট ভাই বেলাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, ‘তার বড় ভাইয়ের একমাত্র ছেলে গ্যাস ট্যাবলেট (ইঁদুর মারার বিষ) খেয়ে আত্মহত্যা করার পর থেকেই নুর হোসেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। শুক্রবার জুমার নামাজের পর মসজিদে সবার কাছে তার চিকিৎসার জন্য সহযোগিতা চাওয়া হয়েছিল এবং অনেকে সহযোগিতা করেছিলেন। আগামীকাল তাকে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি আত্মহত্যা করলেন।
এলাকাবাসী জানায়, ছেলের আত্মহত্যার পর থেকেই নুর হোসেন মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। এলাকাবাসী তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এবং শনিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার ওসি বলেন, ‘রাত সাড়ে ১১টার পর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ নামানো হয়। পরিবার এবং এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি তিনি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com