জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২৬ জুলাই সকাল ১০ টা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা সহকারিনকমিশনার ( ভুমি) তাসনীম জাহান জুথী, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম,উপজেলা প্রোগ্রামার অফিসার মোবারক হোসেন মেলান্দ থানার তদন্ত অফিসার স্নেহাশীষ রায়, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইত্তেফাক সংবাদদাতা সাংবাদিক শাহ্জামাল,জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল করিম প্রমুখ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com