প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৮:১১ এ.এম
আবরার ফাহাদের উদ্দেশ্য ও ত্যাগ বুকে ধারণ করে মানুষের সেবা করতে চাই” — মঈনউদ্দিন

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়নপ্রত্যাশী হাফেজ মো. মঈনউদ্দিন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিশাল মোটরসাইকেল শোডাউনসহ বিলজানি বাজার থেকে কয়া রায়ডাঙা কবরস্থানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান।
আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল থেকেই উপজেলার বিলজানি বাজারে কৃষক দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন, আর বিকেল গড়াতেই তা এক বিশাল সমাবেশে পরিণত হয়।
শোডাউনটি বিলজানি বাজার থেকে শুরু হয়ে খোকসা ও কুমারখালীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পথে খোকসা বাসস্ট্যান্ড ও কুমারখালীতে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন হাফেজ মো. মঈনউদ্দিন। সেখানে তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
কবর জিয়ারত শেষে হাফেজ মঈনউদ্দিন বলেন,“আবরার ফাহাদ এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর দেশপ্রেম, আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর উদ্দেশ্য ও ত্যাগকে বুকে ধারণ করে সাধারণ মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই।”
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ২০১৯ সালে নির্মমভাবে হত্যার শিকার হন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই ছিল তাঁর “অপরাধ”।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com