প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৮:১৩ এ.এম
রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১০

কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।
বৃহস্পতি বার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন। পরে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে তিন জনের—তারা হলেন ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) ও ভাতিজা নুরুল আমিন (৩০)। অপর নিহত একজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুন্দুরচর এলাকার শাহজামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষ বিরোধপূর্ণ জমিতে গেলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে গুরুতর আহত হন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে রব্বানীর ছেলে আপেল মিয়া (৪৭) টেঁটাবিদ্ধ হয়ে আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন। তাঁকে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ভুন্দুরচর এলাকা জিঞ্জিরাম ও কালো নদীবেষ্টিত একটি দুর্গম গ্রাম হওয়ায় দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, "তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।"
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর থেকে ভুন্দুরচর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com