খাগড়াছড়ির দীঘিনালায় সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) এবং প্রসিতপন্থী ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত চারজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটে শুক্রবার (গতকাল) রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০–৪৫ জনের একটি দল এবং জেএসএসের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫–৪০ জনের আরেকটি দল সেখানে মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়।গোলাগুলিতে ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গোলাগুলির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com