প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:২৫ এ.এম
চন্দনাইশ উপজেলায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ‘জুলাই দ্রোহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার অধীন চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৫:২০ মিনিটে গাছবাড়িয়া কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি *ডি. এম. আসহাব উদ্দীন*।
তিনি বলেন—
*“জুলাই গণহত্যা এ দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের বিচার না হওয়া মানবাধিকার ও ন্যায়বিচারের চরম ব্যর্থতা। ছাত্রজনতার তাজা রক্তের ঋণ ইতিহাস কখনো ভুলবে না। আমরা এই হত্যাযজ্ঞের বিচার চাই এবং জুলাই ঘোষণাপত্র অবিলম্বে প্রকাশের আহ্বান জানাই।”*
ছাত্রশিবির বরাবরের মতোই ইতিহাস, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অগ্রণী ভূমিকা রেখে চলেছে এবং আগামী দিনেও এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে ইনশাআল্লাহ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com