প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:৩৮ এ.এম
কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
মান্নান হাওলাদার মনু উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
সাবেক ঘাঘর ইউনিয়ন পরিষদের সদস্য মান্নান হাওলাদার মনুর বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, আমার বোনের বাড়ি গোপালগঞ্জ থেকে আমার পিতা আমাদের বাড়ি কোটালীপাড়ার উদ্দেশ্যে ভ্যানে করে আসতেছিল। মাঝবাড়ি বাসস্টান্ডে পূর্ব পাশে আসলে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যান গাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনায় আমার পিতা গুরুতর আহত হয়। প্রথমে তাকে গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যায়।
কোটালীপাড়া থানায় ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com