প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:৪১ এ.এম
মোংলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

মোংলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভাচুর্য়াল) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
শতাধিক যুবক-যুবতী, নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয় কেন্দ্রীয় শপথ পাঠের আয়োজনকেও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী জুলাই শহীদদের প্রতি একমিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নারীদের ক্ষমতায়নে সরকার অনেক উদ্যোগ গ্রহন করেছে। সংসারে মা,বোন কঠোর পরিশ্রম করে সংসার সুখ,শান্তি বয়ে আনে, তেমনি নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে।তিনি আরো বলেন, সমাজে মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা জাগিয়ে তুলতে এই 'জুলাই পুনর্জাগরণ' উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান ইউএনও শারমিন আক্তার সুমী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন, উপজেলা সমবায় অফিসার মো: জুবাইর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান, মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতিমো: আবু হানিফসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এন সি পি জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধি মাজেদ মৃধা, আব্দুল্লাহ মেরিন প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com