প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:৪৫ এ.এম
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ বাঞ্ছারামপুরে সমাজকল্যাণে অংশগ্রহণে জনসচেতনতামূলক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে , উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো জালাল উদ্দিন। “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান”—যেখানে সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং নাগরিক দায়িত্ববোধ জোরালোভাবে আলোচিত হয়।
২৬ জুলাই ২০২৫, শনিবার, বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুপ্রেরণাদায়ী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা প্রশাসন, বাঞ্ছারামপুর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:উপজেলা নির্বাহি কর্মকর্তা (ফেরদৌসী আরা) চেয়ারম্যান, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ।তিনি বলেন,সমাজ গঠন শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রত্যেককেই নিজের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়ের পথে আমরা একসঙ্গে এগিয়ে যাবো।"বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:(মোঃ জালাল উদ্দিন) উপজেলা সমাজসেবা কর্মকর্তা (রাবেয়া সুলতানা ইভা) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ফজিলাতুন্নেছা) উপজেলা আইসিটি বিভাগের কর্মকর্তা
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, সুবিধাভোগী এবং স্থানীয় সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।
শপথের মূল বক্তব্য ছিলঃআমরা সব ধরণের বৈষম্য দূর করবো, নারীর মর্যাদা রক্ষা করবো, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকবো!
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com