প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:৪৭ এ.এম
তাড়াশে চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের সংগই দিঘী পুকুরের সুফলভোগী কমিটির পক্ষ থেকে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে ৩০ লাখ টাকার মাছ লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই ২০২৫) তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে সুফলভোগী কমিটির সভাপতি কার্তিক চন্দ্র বসাক লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, সংগই দিঘী পুকুরের ৮১ জন সদস্য ব্যাংকে নির্ধারিত সরকারি রাজস্ব পরিশোধ করেছে বৈধভাবে ১৪৩২ সালের জন্য পুকুরের লিজপ্রাপ্ত হই। পূর্বের সাব-লীজ গ্রহীতা আব্দুস সালামকে তার মাছ তুলে নেওয়ার জন্য জানালে তিনি যথাসময়ে তার মাছ তুলে নিয়ে যান। পরবর্তীতে নতুন সুফলভোগী কমিটি শামীম সরকার গংদের কাছে পুকুরটি লিজ প্রদান করে মাছ চাষ শুরু করে। পোনা ছাড়ার কিছুদিন পর মাছের অবস্থা পর্যবেক্ষণের জন্য পুকুরে জাল নামানো হয়, যা ভুলভাবে প্রচার করে আব্দুস সালাম মাছ লুটের অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়।
কার্তিক চন্দ্র বসাক আরও বলেন, সাবেক বিএনপি নেতা এটিএম আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনায় ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ ছড়ানো হয়েছে। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। সুফলভোগী কমিটি এই মিথ্যাি অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিশেষে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান, অপপ্রচারকারীদের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরে ন্যায় ও সঠিক তথ্য প্রকাশ করে সমাজে বিভ্রান্তি রোধে ভূমিকা রাখার জন্য।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com