প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:২৮ এ.এম
নাহিদ ইসলাম বলেন নতুন সরকার পেলেও নতুন দেশ এখনও পাইনি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলেছিলাম, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই পুরোনো ফ্যাসিস্ট রয়েছে, শেখ হাসিনার সংবিধানসহ তার যে সরকার ব্যবস্থা ছিল, এই সব নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার গঠন করতে হবে। কিন্তু আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনও পাইনি।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ পুরান থানা এলাকায় এনসিপির উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, কিশোরগঞ্জের হাওর এলাকায় এবং প্রত্যন্ত এলাকায় এমন কি কিশোরগঞ্জ সদরেও স্কুল আছে শিক্ষক নাই, হাসপাতাল আছে ডাক্তার নাই। যুবসমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই। রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টে দিতে চাই।
তিনি আরও বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার-আমার অধিকারের কথা থাকবে, মানুষের মর্যাদার কথা থাকবে। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে নেব।
বৈষম্যহীন বালাদেশ গড়তে এনসিপি কাজ করবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, কিশোরগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা। এখানে হাওরের কৃষক শ্রমিকরা অনেক পরিশ্রমী। তবে সে অনুযায়ী তাদের মূল্যায়ন নেই। হাওরের মাছ সারাদেশে ছড়িয়ে যায়। এই কিশোরগঞ্জকে আগামীর শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে। কিশোরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামীতে কাজ করবে। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য গণঅভ্যুত্থানে শত শত ভাইবোন শহীদ হয়েছেন। আপনার আমার দায়িত্ব হচ্ছে, সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করা। আগামীর নতুন বাংলাদেশে কিশোরগঞ্জ হবে এনসিপির অন্যতম দুর্গ।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জের অনেক মামলার আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমাদের শহীদ পরিবারের সদস্যদের, আহত ভাইদের এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। আমরা দেখতে চাই এসব সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে। যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, কারো পিতা দুর্নীতি করলে তাকেও প্রশ্নের মুখোমুখি করতে হবে। কোন ছাড় দেওয়া যাবেনা৷ দেশ গঠনে প্রয়োজনে নিজের জীবন হাসিমুখে বিলিয়ে দেবো।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান, শান্তিপূর্ণ পরিবেশে এনসিপির পদযাত্রা শেষ হয়েছে। গোপালগঞ্জের মতো পরিস্থিতি যেন কিশোরগঞ্জে না ঘটে, সে জন্য পুলিশের পাশাপাশি র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী ও এপিবিএন মাঠে ছিল।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com