প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:৩৬ এ.এম
বরিশালের আড়িয়াল খাঁ নদীতে হিন্দি লেখা চিরকুট সহ ভেসে আসলো ভারতীয় নারীর অর্ধগলিত লাশ

বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে কলাগাছের ভেলার সাথে ভেসে আসা আনুমানিক ২৫ বছর বয়সের অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের সাথে থাকা ব্যাগে হিন্দি ভাষায় লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খন্দকার শফিকুল ইসলাম বলেন-হিন্দি ভাষায় লেখা চিরকুট সূত্রে জানা গেছে, লাশটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলার পাথরঘামা গ্রামের পঞ্চায়েত ইটরা এলাকার নারায়ণের স্ত্রী শরিকা দেবীর। তবে লাশটি পঁচে কংকাল বের হয়ে গেছে।
এসআই আরও জানান, শুক্রবার সকালে নাজিরপুর ইউনিয়নের পাইকবাড়ি এলাকার খেয়াঘাট সংলগ্ন স্থানে ভেলায় ভেসে আসা লাশটি দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এসময় এসআই শফিকুল বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানা ও নৌ-ফাঁড়িতে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com