বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কসহ পাঁচজন রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।
তারা গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর চাঁদাবাজি করতে গিয়ে আটক হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ঢাকা মহানগর শাখার তিন নেতা-কর্মীকে এ ঘটনার পর বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয় সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনামের অনুমোদনক্রমে।
এ তথ্য জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের শনিবার (২৬ জুলাই) সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম।
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে রাজধানীর গুলশানে হাতেনাতে ধরা পড়েছেন ৫ জন। গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হন তারা।
চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার অভিযুক্ত নেতা-কর্মীরা হলেন মো. আমিনুল ইসলাম (১৩), সাদমান সাদাব (২১), মো. সাকাদাউন সিয়াম (২২), ইব্রাহীম হোসেন (২৪) ও আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com