প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:৫৪ এ.এম
ভারতীয় সেনার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের পরিকল্পনা

ভারতীয় সেনাবাহিনী ২০২৬-২৭ সালের মধ্যে যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার শুরু করার জন্য একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করছে। এই উদ্যোগের অংশ হিসেবে গঠিত হচ্ছে একটি "AI টাস্ক ফোর্স" এবং "AI ল্যাব", যা সেনাবাহিনীর প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
AI প্রযুক্তি ব্যবহার করে সেনাবাহিনী battlefield awareness বা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে দ্রুত ও নির্ভুল তথ্য সংগ্রহ, সম্ভাব্য হুমকি চিহ্নিতকরণ, এবং নজরদারি ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে কাজ করবে।
প্রধান বৈশিষ্ট্যগুলো:
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যুদ্ধক্ষেত্র বিশ্লেষণ, তথ্য সংগ্রহ, ও সম্ভাব্য হামলা শনাক্ত।
চ্যাটবট, ভয়েস-টু-টেক্সট সিস্টেম, এবং ফেশিয়াল রিকগনিশন (মুখ শনাক্তকরণ) প্রযুক্তি বাস্তবায়ন।
AI টাস্ক ফোর্স সেনার বিভিন্ন ইউনিটের প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে এবং প্রযুক্তি বাস্তবায়নের তদারকি করবে।
AI ল্যাব-এ সেনাবাহিনীর জন্য প্রযোজ্য গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তির উন্নয়ন হবে।
এই উদ্যোগের গতি এসেছে ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাকিস্তান সংঘর্ষ-পরবর্তী সময় থেকে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে, ভারতীয় সেনার সক্ষমতা ও সাইবার নিরাপত্তা একটি নতুন মাত্রায় পৌঁছাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উৎস: আনন্দবাজার পত্রিকা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com