সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে রাজধানীর গুলশানে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন।
রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এক সংসদ সদস্যের (এমপি) বাড়ি থেকে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
রিয়াদ নামে সমন্বয়ক পরিচয়ে এক তরুণের নেতৃত্বে ঘটে এ চাঁদাবাজির ঘটনা। বর্তমানে গুলশান থানা হেফাজতে গ্রেপ্তার পাঁচজনকে রাখা হয়েছে।
গণমাধ্যমকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, চাঁদা দাবিকারী ওই ব্যক্তির নাম রিয়াদ। তিনিসহ কয়েকজন এর আগে ১৭ জুলাই সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা এরপর ওইদিন নিয়ে আসেন ১০ লাখ টাকা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com