রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, শিক্ষা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সারোয়ার আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি আবছার উদ্দিন এবং মাদ্রাসার সুপার শাহাজাদা আব্দুল বারী। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি জেলা পরিষদ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতি শ্রেণিকক্ষ নির্মাণের দাবি জানান। বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com