খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে খুলনা জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই ২০২৫), সকাল ১০টায় খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, প্রেসক্লাবের সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ.এম. নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন।
সভাপতিত্ব করেন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন।
সমন্বয়ের দায়িত্বে ছিলেন মহানগর কমিটির আহ্বায়ক স.ম. হাফিজুল ইসলাম।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান এবং চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় সত্যনিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অপপ্রচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সম্মেলনে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য নবায়ন, সাংগঠনিক কাঠামো ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, একতা, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই সম্মেলন সাংবাদিকদের এক মিলনমেলায় রূপ নেয়, যেখানে মতবিনিময়, অনুপ্রেরণা ও পেশাগত উন্নয়নের বার্তা উঠে আসে সবার কণ্ঠে।
আয়োজক: খুলনা বিভাগীয় প্রেসক্লাব, খুলনা জেলা ও মহানগর শাখা।
উপস্থিতি: খুলনা বিভাগের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কেন্দ্রীয় সাংবাদিক কমিটির প্রতিনিধিরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com