প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৯:০৭ এ.এম
পলাশবাড়ীতে রাস্তা বন্ধ করে গাড়ী পার্কিং, দূর্ঘটনার আশংকা

শনিবার ২৬ জুলাই বিকালে পলাশবাড়ীতে বিভিন্ন গ্যারেজের সামনে রাস্তার উপরে ও সরকার তেলের পাম্পের সামনে দেখা যায় একটি বাস ও একটি ট্রাক ধীরগতির যানবাহনের রাস্তায় পুরো রাস্তা বন্ধ করে দুটি গাড়ী মুখোমুখী অবস্থায় পার্কিং করে রাখা হয়েছে। এতে করে দূর্ঘটনার আশংকা জনমনে বাড়ছে।আর কাজে লাগছে না সরকারের মেগা প্রজেক্ট রাস্তা উন্নতি করনের কাজ। এতে করে ইজিবাইক,অটোরিকশা,
অটোভ্যান,মটরসাইকেলসহ ধীরগতির যতবাহন রয়েছে সেগুলো উচ্চগতির যানবাহনের রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারনে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকার পাম্পের কর্মচারী জানান প্রতিদিন এখানে রাস্তার মধ্যে গাড়ী পার্কিং করে রাখা হয়। এ অভিযোগ এর আগেও গাড়ীর মালিককে দিয়েছি তারা কোন কর্নপাত করেন না। স্থানীয় কয়েকজন বলেন,দীর্ঘদিন রাস্তাটাকে তারা গ্যারেজের মত ব্যবহার করছে। এভাবে রাস্তার উপরে গাড়ী পার্কিং করা সম্পূর্ণ বেআইনী। আমরা স্থানীয় প্রশাসন, থানা, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন বিষয়টি গুরুত্বের সাথে দেখেন। তা নাহলে যে কোন সময় এখানে দূর্ঘটনা ঘটতে পারে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com