প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৯:১৩ এ.এম
ভারত থেকে ফেরার সময় ৬ বাংলাদেশি আটক

আটককৃতরা হলেন সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), মধ্যনগর উপজেলার গোবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ বরহাতুনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫), একই জেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)। জানা যায়, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বীরেন্দ্র নগর বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৯৪/এমপি ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লামাঘাটা থেকে তাদের আটক করে বিজিবি। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা কাজের উদ্দেশ্যে প্রায় ৪-৫ মাস আগে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান নেয়। সেখানে সঠিক মজুরি না পাওয়ায় এবং ভারতে ভীতিকর পরিস্থিতির কারণে বাংলাদেশে ফিরে আসার সময় বিজিবি তাদের সীমান্তে আটক করে। পরে মামলা দিয়ে তাদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com