বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বগুড়া লেদ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় শ্রম আইন ২০০৬ বিধিমালা ২০১৫ ও সর্বশেষ গেজেট মোতাবেক নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। জুলাই ২৩ গত বুধবার রাতে রেলওয়ে মার্কেট সংগঠনের কার্যালয়ে নির্বাচনী নীতিমালায় মোট ২১টি পদে একের অধিক প্রার্থী না থাকায় সকল পদে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শ্রমিক নেতা মাহমুদ শরীফ মিঠু। ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতরা হলেন, সভাপতি মোঃ লিটন শেখ বাঘা, কার্যকরী সভাপতি মোঃ সুলতান পশারী, সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম সফিক, মোঃ রাজিবুল ইসলাম রকেট, মোঃ মিঠু রহমান, মোঃ আব্দুল হাকিম শেখ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিঠু,সহ-সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী শেখ, মোঃ শামীম আহম্মেদ, মোঃ মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রানু মিয়া, অর্থ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক মোঃ হারুণ-অর-রশিদ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিন ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল আজিজ মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রিপন ফকির, ধর্মীয় সম্পাদক মোঃ শাওন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক মানিক, কার্যনিবাহী সদস্য মোঃ রতন প্রামানিক, মোঃ আব্দুল কাদের ও মোঃ ওমর ফারুক।চূড়ান্ত ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচলনা কমিটির সদস্য সচিব হোসাইন আহমেদ আকাশ, শহিদুল ইসলাম সওদাগর, এড. আব্দুল মতিন মন্ডল, ইলিয়াস ও কোরবান আলী।অনুষ্ঠানে চেয়ারম্যান আরো বলেন আগামী ৯০ দিনের মধ্যে শ্রম আইন ২০০৬ বিধিমালা ২০১৫ ও সর্বশেষ সংশোধিত গেজেট মোতাবেক সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের আবেদন করে শপথ গ্রহনকরতেহবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com