প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১১:৫৭ এ.এম
পত্নীতলা বিজিবি’র নওগাঁ সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র অভিযানে নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রবিবার ( ২৭ জুলাই) রাত ৪ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৪/৩-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র
অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com