প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১১:৫৯ এ.এম
জামিন খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইমরান খানের আপিল

পাকিস্তান তেহরিক-ই-ইসনাফ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোর হাইকোর্টের দেওয়া জামিন খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। খবর সংবাদ মাধ্যম ডনের।
গত ২৪ জুন লাহোর হাইকোর্ট ৯ মে সহিংসতার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় কারাবন্দী পিটিআই নেতার গ্রেপ্তার-পরবর্তী জামিন বাতিল করে দেয়। যার মধ্যে লাহোরের কর্পস কমান্ডারের বাড়িতে হামলাও অন্তর্ভুক্ত ছিল। সন্ত্রাসবিরোধী আদালত এই আটটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জামিন বাতিল করার পর ইমরান খান লাহোর হাইকোর্টে আবেদন করেন।
শনিবার সিনিয়র আইনজীবী সালমান সফদারের মাধ্যমে দাখিল করা আবেদনে দাবি করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে ৯ মে সহিংসতার ষড়যন্ত্র এবং প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
আবেদনে বলা হয়, প্রসিকিউশন একাধিকবার ব্যর্থ হয়েছে গ্রহণযোগ্য প্রমাণ হাজিরে। এমন পরিস্থিতিতে মামলাটি ‘ফারদার ইনকোয়ারি’র পর্যায়ে পড়ে, যেখানে জামিন মঞ্জুর করা আইনের বিধান।
ইমরান খানের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ১৪ মাসে পুলিশ কোনো গ্রেফতারের চেষ্টা করেনি, যদিও তার অবস্থান (আদিয়ালা জেল) জানা ছিল। তাই এটি স্পষ্টভাবে রাজনৈতিক হয়রানির অংশ।
উল্লেখ্য, ৯ মে’র ঘটনায় দায়ের করা ২১টি মামলায় ইমরান খান ইতোমধ্যে জামিন পেয়েছেন। তার ওপর নির্ভর করে থাকা প্রমাণগুলো এই মামলার ক্ষেত্রেও প্রায় একই ধরনের।
ইমরান খানের বোন আলেমা অভিযোগ করেছেন আদিয়ালা জেল কর্তৃপক্ষের আবেদন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র বাজেয়াপ্ত করে নাশকতার চেষ্টা করছে। এই অভিযোগ করার একদিন পরই আপিল দায়ের করা হলো।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com