প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:১৩ পি.এম
নিয়ামতপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষক ও শিক্ষার্থীর মানববন্ধন

নওগাঁর নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে নিয়ামতপুর উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি।
এতে উপজেলার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-পরিচালক ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৃত্তির অধিকার হয়ে যাক সবার, শিক্ষা হোক সার্বজনীন অধিকার, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই লেখা ফেস্টুন ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান লেলিন, সদস্য সচিব মিজানুর রহমান, ইউনিভার্স এডুকেয়ার এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সামিউল ইসলাম, এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানসহ অনেকে এসময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। তারা অবিলম্বে এ পরিপত্র প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com