প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:২২ পি.এম
বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ২, আহত ৫

বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সিএনজিচালক আরাফাত হোসেন (২২) ও যাত্রী হাওয়া বেগম (৪৫)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চালক আরাফাত হোসেন নন্দীগ্রামের কাথম দক্ষিণপাড়ার শফিকুল ইসলামের ছেলে এবং নিহত যাত্রী হাওয়া বেগম একই উপজেলার বিশা গ্রামের নজরুল ইসলাম নজু হাজীর স্ত্রী। আহতরা হলেন—নূরুন নাহার (৩৫), নাফিয়া খাতুন (৭), কাওসার হোসেন সুমন (২৫), নজরুল ইসলাম নজু হাজী (৫০) ও ইউসুফ আলী (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পথে সিএনজি চালক আরাফাত ও হাওয়া বেগম মারা যান। দুর্ঘটনাকবলিত উভয় যানবাহন হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মহাসড়কে থ্রি-হুইলারসহ নিষিদ্ধ যানবাহন চলাচলের কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। ঘটনাটি তদন্ত করে সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, হাইওয়ে থানার সামনে দিয়েই নিয়মিতভাবে সিএনজি, ইজিবাইক, অটোভ্যান চলাচল করছে। আইন থাকলেও কার্যকর নজরদারির অভাবে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। তারা দ্রুত মহাসড়কে এসব যান চলাচল বন্ধের দাবি জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com