ঠাকুরগাঁওয়ের হরিপুরে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রজেক্টের আওতায় ‘জিংক ধানের পুষ্টিসমৃদ্ধ প্রচারে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) আরডিআরএস (RDRS-বাংলাদেশ) এর আয়োজনে ও মোজাম্মেল শেখ এর পরিচালনায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় ও তোররা হাফেজিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পৃথক দুটি বিদ্যালয়ের মধ্যে কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় সভাপতিত্ব করেন ঐ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম ও তোররা হাফেজিয়া উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রিয়াজুল ইসলাম কাদেরী । প্রধান অতিত্থি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিএক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মো. মোজাম্মেল শেখ।
এছাড়াও অনুষ্ঠানে ঐ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও বক্তব্য প্রদান করেন।
এ সময় দুটি প্রতিষ্ঠানের কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ে ১২০ জন ও তোররা হাফেজিয়া উচ্চ বিদ্যালয়ে ১৩০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা ও জিংক চালের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ নানান বিষয়ে আলোচনা করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com