প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৫২ পি.এম
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন আলতাফ হোসেন খোকন

বরিশালের কয়েকটি আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল “হিজলায় অস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।
(২৭ জুলাই) দুপুর ২টায় স্থানীয় হিজলা প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ২৬ জুলাই প্রকাশিত সংবাদের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য পরিবেশন করা হয়েছে। তিনি দাবি করেন, সংবাদে উল্লেখিত ব্যক্তিরা কখনোই তার সাথে রাজনীতি করেনি এবং এই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এটি একটি কুচক্রী মহলের পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “আমি একজন আইনপ্রিয় নাগরিক এবং বহুদিন ধরে সমাজে সুপ্রতিষ্ঠিতভাবে দায়িত্ব পালন করে আসছি। অথচ কোনো ধরনের তথ্য যাচাই বা আমার বক্তব্য না নিয়েই সংবাদে আমার একটি কাল্পনিক বক্তব্য জুড়ে দিয়েছিও ভিত্তিহীন অভিযোগ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার লঙ্ঘন।”তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি অনুরোধ করছি প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সংবাদটি অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানান।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আমি সকল গণমাধ্যম ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি—দয়া করে যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে মানুষকে হয়রানি ও অসম্মানিত করা থেকে বিরত থাকুন।”
প্রতিবাদ সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com